বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মাস্ক না পরাতে লাকসামে ৯ জনকে অর্থ জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১৬, ২০২০
news-image

 

সেলিম চৌধুরী হীরা, লাকসামঃ

করোনা ভাইরাসর সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্য বিধি লংঘন রোধে কুমিল্লার লাকসামে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানা হয়েছে।

এরই অংশ হিসএবে সোমবার দৌলতগঞ্জ বাজারে মাস্ক না পরায় ৮ ব্যবসায়ী ও এক পথচারীর জরিমানা করা হয়েছে। লাকসাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম সাইফুল আলম গোলবাজার ও ব্যাংকরোড এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অর্থ জরিমানা করেন।

এ সময় তিনি ব্যবসায়ী ও পথচারীদের সতর্ক করে দেন। অন্যথায় পরবর্তীতে মোটা অংকের জরিমানাসহ কারাদন্ড দেয়া হবে বলে জানান তিনি।

সোমবার (১৫ জুন) দুপুরে ভ্রাম্যমান আদালতঅের অভিযান ইউএনও কার্যালয়ের কর্মকর্তা শাখাওয়াত হোসেন, স্টাফ মোফাজ্জল হোসন, মানিক মিয়াসহ একদল পুলিশ সহায়তা করে।

অভিযানে মাস্ক না পরায় ২ জন ব্যবসায়ীর ২ হাজার করে ৪ হাজার টাকা, এক পথচারীর ৫শ’ টাকা ও অপর ৬ ব্যবসায়ীর ১ হাজার করে ৬ হাজার টাকাসহ মোট ১১ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।

আর পড়তে পারেন