শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মানুষের নতুন ইতিহাস

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৫, ২০২০
news-image

আলী হোসেন চৌধুরী:

কী অদ্ভুত! পৃথিবীর মানুষগুলো ঢুকেছে খাঁচায়
প্রাণি ও প্রকৃতি হাত ধরাধরি সৌন্দর্য শোভন লোভন
অবগাহন
মুক্ত বাতায়ন
সবুজায়ন
ফুৎকারে উড়ে যায় সব ফন্দি ফিকির মানুষের হুংকার
ক্ষমতার টাল মাটাল দম্ভ অহংকার
ধনী- নির্ধন পদ -পদবী ভূখণ্ড ধর্ম বর্ণ বিভাজন
কত যে কূট কৌশল চাতুর্য রাজনীতির নাট্যকলা নির্মমতার বর্বর ইতিহাস, উপদ্রুত জীবন
ভিক্ষুক ,বিশ্বমোড়ল,ভণ্ড, ক্ষমতার ঈশ্বর, চাটুকার
আজ এক জপমালা অভিন্ন শ্লোক বেঁচে থাকার

ধান্ধাবাজ, পরজীবী পুরুষ, দেহজীবী নারী, সন্ত্রাসী,সন্তাপ
পীর পাদ্রী দরবেশ সাধু সন্ত ভান্তে হতাশ নিরুত্তাপ ফসলের নিপুণ শিল্পী, মনীষা চর্চিত চোখ, মনন – সৃজন
এক মোহনায় আজ দাঁড়িয়েছে মানবতা
মানবিক নৈকট্য, ভাতৃহৃদয়, কুয়াশা কুয়াশা নতুন এক ভোরের ছায়া ভালোবাসার হৃদয়

আজ ক্ষয়ে যায় ‘আশরাফুল মাখলুকাত’।

ধ্বসে যায় আচার অনাচার উপাচার সমর্পণ লোকবিশ্বাস
টলে যায় দোর্দন্ড দন্ডধর, টাকার পাহাড়, লক্ষ্য খুঁজে পায়না মিসাইল পরমাণু বোম।

আসন্ন বিনাশের শংকায় মানুষ গুলো খাঁচার ভেতর
জগৎ বয়ে চলে রুদ্ধ নি:শ্বাস
জীবন খোঁজে ফের জীবনের অনুপ্রাস
মানুষের সারল্য -ক্রোধ – সভ্যতা
নীল নীল বাতাস জীবনের প্রণোদনা – আশ্বাস।

জেগে ওঠে অরণ্য, জেগে ওঠে পক্ষীশাবক জাগে পর্বত
জেগে ওঠে মেঘ ও জ্যোৎস্না, রৌদ্র ও জল
অবিরল
সরল সমীকরণ
জেগে ওঠে মানুষে মানুষে বোধের নির্মাণ সেতু
লাশের বীভৎস উৎসবের শেষে অবশেষে একদিন
করোনা ক্লান্ত মানব স্বকাল
আরেক পৃথিবী, আরেকটি নতুন পৃথিবী
মানুষের নতুন ইতিহাস লিখবে মহাকাল।

লেখক:

ড. আলী হোসেন চৌধুরী

নজরুল গবেষক, সাহিত্যিক।

আর পড়তে পারেন