শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মাদকের বিরুদ্ধে প্রীতি ফুটবলে দাউদকান্দিকে হারিয়ে কুমিল্লা জেলার জয়লাভ

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৭, ২০১৭
news-image

 

জাকির হোসেন হাজারী:

ক্রীড়া প্রতিবেদক গতকাল বৃহস্পতিবার বিকেলে দাউদকান্দি গৌরীপুর এস.এ. হাইস্কুল মাঠে আয়োজিত মাদকের বিরুদ্ধে প্রীতি ফুটবল খেলায় দাউদকান্দিকে 2-1 গোলে হারিয়ে কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশন জয় লাভ করেছে।

জেলা প্রশাসন ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত খেলায় সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার প্রধান উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী। প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শরিফ নজরুল ইসলাম (শিক্ষা ও আইটিসি)।

বিশেষ অতিথি ছিলেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক মো. মানজুরুল ইসলাম, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি মো. আল-আমিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক টাইগার খোরশেদ আলম, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জালাল হোসেন ও চেয়ারম্যান মো. আবুল হাসেম সরকার প্রমুখ। খেলায় রেফারী ছিলেন, বাফুফের অন্তর্ভূক্ত ভি.পি. ময়নাল হোসেন।

সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার লাভ করেন দাউদকান্দির মো. তালহা। চারজন ধারা ভাষ্যকার প্রচুর দর্শককে সারাক্ষণ মাতিয়ে রাখেন।

আর পড়তে পারেন