মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মাঠে নামার আগে দারুণ সুখবর পেল কুমিল্লা

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৮, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
বিপিএলের সুপার ফোর থেকে বিদায় নিয়েছে খুলনা টাইটানস। আজ দিনের প্রথম ম্যাচে মাহমুদউল্লাহর খুলনার বিপক্ষে লড়বে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুপুর ১টা ৩০ মিনিটে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ম্যাচ।

খুলনার জন্য গুরুত্ব না হলেও কুমিল্লার জন্য আজকের ম্যাচটির গুরুত্ব অনেক। আট ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে কুমিল্লার অবস্থান পয়েন্ট টেবিলের চারে। দুই ম্যাচ বেশি খেলা রাজশাহী কিংস সমান পয়েন্ট নিয়ে নিঃশ্বাস ফেলছে তাদের ঘাড়ে।

সুপার ফোরের রেসে টিকে থাকতে হলে কুমিল্লাকে আজ জিততেই হবে। তাই খুলনাকে ছোট করে দেখছে না কুমিল্লা। ঢাকার মতো কুমিল্লারও আজ চট্টগ্রামে প্রথম ম্যাচ। কুমিল্লার সহকারী কোচ মো. সোহেল ইসলাম বলেন, ‘খুলনা সুপার ফোর মিস করেছে ঠিকই। তাই বলে তাদের হালকা করে দেখার কিছু নেই। বিপিএলে কোনো টিমই ছোট নয়। এখানে প্রত্যেকটা দলই শক্তিশালী। টি ২০ ম্যাচে আগাম কিছুই বলা যায় না। প্রত্যেকটা দিনই আলাদা হয়। তাই আমরা পূর্ণ শক্তি এবং মনোযোগ দিয়ে খুলনার বিপক্ষে মাঠে নামব।’

সুপার ফোরের আশা কতটুকু জানতে চাইলে সোহেল বলেন, ‘এখনও আমাদের চারটি ম্যাচ বাকি। আশা করছি, যদি এখান থেকে দুটি ম্যাচ জিততে পারি, তাহলে সুপার ফোর নিশ্চিত হবে। ঢাকা ডায়নামাইটসের সঙ্গে এর আগে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ জিতেছি। তাই আমাদের আত্মবিশ্বাস আছে। আশাবাদী আমরা।’

ইনজুরি কাটিয়ে দলের বিদেশি রিক্রুট এভিন লুইস পুরোপুরি ফিট জানিয়ে সোহেল বলেন, ‘এখানে ভালো রান হচ্ছে। আমরা আশা করি, লুইসও এখানে রান পাবে।’

আর পড়তে পারেন