বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মহানগরের ২২ নং ওয়ার্ডে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২০, ২০১৭
news-image

রকিবুল হাসান রকি, সদর দক্ষিণ:
শুক্রবার বিকেলে কুমিল্লা মহানগরীর ২২ নং ওয়ার্ডের পদুয়ার বাজার বিশ্বরোড সংলগ্ন শ্রীমন্তপুর (দীঘির পাড়) এলাকায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশন ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শাহ আলম মজুমদার। সমাবেশে বক্তারা বলেন, শ্রীমন্তপুর দীঘিরপাড়, ঘোষপাড়া এলাকার যুব সমাজকে ধ্বংস করার জন্য একটি মাদক ব্যবসায়ী চক্র সক্রিয় হয়ে উঠেছে। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে ঐ মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ না করি ভবিষ্যত যুব সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করা যাবে না। আনাচে কানাচে যদি কোন মাদক ব্যবসায়ীর সন্ধান পান তাদেরকে আইন শৃংখলা বাহিনীর হাতে তুলে দিবেন। এ সময় বক্তারা অভিভাবকদের উদ্দেশ্যে করে বলেন, সন্তানদের ভালবাসতে হবে এবং তাদের সাথে বন্ধু সুলভ আচরণ করতে হবে, তারা কখন কি করছে, কার সাথে চলাফেরা করছে এসব বিষয়ে সব সময় খেয়াল রাখতে হবে। সন্তানদের বেশি সময় দিতে হবে এবং তাদেরকে আমাদের পূর্বের জীবন যাত্রা সম্পর্কে অবহিত করতে হবে। মাদক বিরোধী সমাবেশে মোঃ নাজমুল হাসানকে আহবায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। রামু চন্দ্র দাসের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা দুলাল হোসেন অপু, সমাজ সেবক সৈয়দ আহাম্মেদ, আবু তাহের, ফরিদ আহাম্মদ জুয়েল, মোঃ নাছির উদ্দিন, মিঠু আবদুল কাদের, সুমন, টিংকু দত্ত, মিঠু, আরিফ সহ এলাকার তরুন ও যুবকরা সহ আরো অনেকে।

আর পড়তে পারেন