মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মফিজাবাদ কলোনী থেকে আটক ১০ জনকে এক বছর করে সাজা প্রদান, ৩ জনের বিরুদ্ধে মামলা

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২৯, ২০১৮
news-image

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীর মফিজাবাদ কলোনী থেকে র‌্যাবের বিশেষ মাদক বিরোধী অভিযানে ১৩ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারী গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১০ জনকে এক বছর করে সাজা প্রদান করা হয়েছে। ৩ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুন) সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর একটি আভিযানিক দল কুমিল্লা নগরীর মফিজাবাদ কলোনীতে বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৯ কেজি ৬৫০ গ্রাম গাঁজা ও ২০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১৩ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক করতে সক্ষম হয়। গোয়েন্দা সূত্রে জানা যায় যে, বেশ কিছুদিন যাবত মফিজাবাদ কলোনীতে একটি সংঘবদ্ধ চক্র মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সেবন করে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ ১৩ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক করা হয়।

এ ব্যাপারে গ্রেফতারকৃত আসামীদের মধ্যে ১০ জনকে র‌্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক এক বছর করে সাজা প্রদান করা হয়েছে এবং ৩ জনের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর মোঃ আতাউর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আর পড়তে পারেন