শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মন ভরে যায়-হামীম রায়হান

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১১, ২০১৮
news-image

শাপলা ফোটা বিল,
পদ্ম ফোটা ঝিল।
আকাশ ভরা মেঘ,
ঐ যে চেয়ে দেখ।
কী যে অপরূপ!
মন ভরে যায় খুব।

মাঝি ছেড়া পাল,
জেলের ছোড়া জাল।
কদম গাছের ফুল,
মায়ের কানের দুল।
কী যে অপরূপ!
মন ভরে যায় খুব।

বাঁশ বাগানে পাখির ডাক,
শীতের রাতে শেয়ালের হাক।
ঝিঁ ঝিঁ পোকার গান,
ভাটিয়ালি সুরে টান।
কী যে অপরূপ!
মন ভরে যায় খুব।

ধানের মাঠে দুষ্ট হাওয়া,
নদীর জলে নৌকা বাওয়া।
জোনাক জ্বলা রাত,
নতুন চালের ভাত।
কী যে অপরূপ!
মন ভরে যায় খুব।

আর পড়তে পারেন