শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মনোহরগঞ্জে বাল্য বিবাহকে লাল কার্ড

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১, ২০১৭
news-image

সেলিম সজীবঃ
কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলায় সোমবার সকালে শতাধিক শিক্ষার্থী লাল কার্ড দেখিয়ে বাল্যবিবাহকে ‘না’ বলেছে এবং বাল্যবিবাহ প্রতিরোধে শপথগ্রহণ করেছে।
উপজেলার লক্ষনপুর নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি সিনিয়র সহকারি পুলিশ সুপার (লাকসাম সার্কেল) মোহাম্মদ মোঃ নাজমুল হাসান এর সামনে শিক্ষার্থীরা এ শপথ গ্রহণ করে। বাল্যবিবাহের পিঁড়িতে বসবে না এবং সহপাঠীকে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা করবে বলে শপথগ্রহণ করে শিক্ষার্থীরা।


প্রধান শিক্ষক এসএম শেখ কামালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন লাকসাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: নাজমুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুল আউয়াল পাটোয়ারী, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল বাকি মিলন, সা সংগঠনের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন, মনিটরিং সেলের নির্বাহী প্রধান ইমরান হোসেন, মনোহরগঞ্জ শাখার সভাপতি সাইফুল ইসলাম মজুমদার, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। এসময় আরো উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ শাখার সাংগঠনিক সম্পাদক তুহিন প্রমুখ।

আর পড়তে পারেন