শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মতলব দক্ষিণে পাট চাষীদের প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২৭, ২০১৯
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুর :
মতলব দক্ষিণ উপজেলার পাট চাষীদের প্রশিক্ষণ কমসূচি বৃহষ্পতিবার ২৭জুন বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে সম্পন্ন হয়েছে।

মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর চাঁদপুরের আয়োজনে, বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারন শীর্ষক প্রকল্পের আওতায় দিন ব্যাপি এ প্রশিক্ষন কমসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচিতে পাটের পন্য ব্যবহারের প্রয়োজনীয়তা, সুবিধা, পাটের সম্ভাবনা ও উৎপাদনে উৎসাহ দেওয়ার পাশাপাশি পাটের ভালো বীজ চিহ্নিত করন, বোপনের উপযুক্ত সময়, উৎপাদন পদ্ধতি, সার ও কিটনাশক ব্যবহার পদ্ধতি, পাট পঁচানো ও আঁশ আলাদা করন পদ্ধতি এবং বীজ সংগ্রহ নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পাট অধিদপ্তর চাঁদপুর জেলার পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল জলিলের প্রশিক্ষণ ও সার্বিক তত্ত্বাবধানে প্রশিক্ষণ কমসূচি উদ্বোধন করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম। প্রশিক্ষণ প্রদান করেন কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক (বীজ বিপনন, বিএডিসি) মোঃ নিগার হায়দার খান, চাঁদপুর জেলা প্রশিক্ষন কর্মকর্তা (খামার বাড়ী) মোঃ নোয়াখেরুল ইসলাম, মতলব দক্ষিণ উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, চাঁদপুর জেলা কৃষকলীগের আহবায়ক জয়নাল আবেদীন প্রধান। এ দিন উপজেলার ১৫০জন পাট চাষী প্রশিক্ষণ গ্রহন করেন।

আর পড়তে পারেন