বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মতলব উত্তরে সহকারি শিক্ষকদের প্রস্তুতিমূলক সভা

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৭, ২০১৭
news-image

মো. দ্বীন ইসলাম, মতলব উত্তর:
সহকারি শিক্ষক মহাজোটের ডাকে ২৩ ডিসেম্বর থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত ‘আমরণ অনশন’ এর মতলব উত্তরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ ব্যাসদী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সহকারি শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও শ্যামল কুমার বাড়ৈই সঞ্চালনায় প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন- সহকারি শিক্ষক আবদুল বাতেন, আবদুল হান্নান, শাহআলম, আনিছুর রহমান, রাজিব উদ্দিন, মজিবুর রহমান, ফরিদ উদ্দিন, জোহরা জান্নাত, বিল্লাল হোসেন, ওবায়েদুল, রহমত উল্লাহ চৌধুরী, আবদুল হালিম, মহসিন মিয়া, আনোয়ারুল কবির, মিজান, নাছিমুর রেজা, জুনায়েদ সিদ্দিকী, ফারুক, রাশেদ মনিরুজ্জামান, লিপি আক্তার প্রমুখ।

সভায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম ও সহকারী শিক্ষকদের একাদশ গ্রেডে বেতন নির্ধারণসহ শিক্ষকদের অন্যান্য সরকারি কর্মকর্তার ন্যায় সুযোগ-সুবিধা দেওয়ার দাবি জানিয়েছেন। ১৪তম গ্রেডে থাকা সহকারী শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে উন্নতি করার দাবি জাননো হয়।

 

আর পড়তে পারেন