শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মতলব উত্তরে কমিউনিটি পুলিশিং ডে পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২৭, ২০১৭
news-image

 

মো. দ্বীন ইসলাম, মতলব উত্তর :
প্রথমবারের মতো দেশে পালিত হতে যাচ্ছে ‘কমিউনিটি পুলিশিং ডে’। শনিবার দিবসটি পালিত হবে। এ দিবস পালনের জন্য মতলব উত্তর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সামছুল হক চৌধুরী বাবুল এর বাসভবনে সাংবাদিকদের জানান, শনিবার সকাল ৯.৩০ মিনিটে মতলব উত্তর থানা প্রাঙ্গনে কমিউনিটি পুলিশিং কমিটির সকল সদস্যবৃন্দকে উপস্থিত নিশ্চিত করা, সকাল ১০টায় কেক কাটা, সকাল ১০.৪০ মিনিটে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং র‌্যালী বের হয়ে ছেংগারচর ডিগ্রি কলেজ মাঠে এসে সমাপ্ত করা, পরে সকাল ১১টায় কলেজ মাঠে আলোচনা সভা করা হবে।
মতলব উত্তর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সামছুল হক চৌধুরী বাবুল বলেন, পৃথিবীর অনেক দেশেই কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু আছে। জনগণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক স্থাপন করাই কমিউনিটি পুলিশের লক্ষ্য।
মতলব উত্তর থানার ওসি আনোয়ারুল হক কামাল বলেন, আমরা চাই, ব্যাপক সংখ্যক জনগণ যেন কমিউনিটি পুলিশের সঙ্গে যুক্ত হতে পারে। কমিউনিটি পুলিশিংয়ে নাগরিকরা এলাকার সমস্যা নিরূপণের সুযোগ পায় এবং অপরাধ ও অপরাধী দমন প্রতিরোধে পুলিশি ব্যবস্থা গ্রহণের জন্য প্রণীত ও কর্মকৌশল নির্ধারণে সক্রিয় ভূমিকা রাখতে পারে।
মতলব উত্তর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সহ-সভাপতি রাসেল মাহমুদ সকলকে যথা সময়ে উপস্থিত থাকার আহŸান জানান।

আর পড়তে পারেন