শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ভোরের কুমিল্লা নগর উদ্যানে চলছে হাসির ব্যায়াম

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৮, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টার:

ভোরের কুমিল্লা নগর উদ্যানের কিশোর থেকে শুরু করে বৃদ্ধ নারী-পুরুষ ব্যায়াম করছেন। এই দলে রয়েছেন চাকরীজীবী, ব্যবসায়ী থেকে শুরু করে সরকারের উঁচু পদের কর্মকর্তা ও শিল্পপতি। তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়াচ্ছেন ৮৬ বছরের প্রবীণও। এ জন্য গড়ে উঠেছে কুমিলায় বিভিন্ন সংগঠন।

 

এখানে শ্রেণি, পেশা, রাজনীতি, ধর্ম কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। সবার লক্ষ্য সুস্থ থাকা। তাঁরা একসঙ্গে গলা মিলিয়ে গাাইছেন ভোরের গানআলোকের এই ঝরনাধারায় ধুইয়ে দাও, ধুইয়ে দাও…। শাহিদা আক্তার সোনালী নামে এক নারী সাথে কথা হয় দৈনিক আজকের কুমিল্লা প্রতিনিধি সাথে, তিনি বলেন প্রতিদিন ভোরে দারুস সালাম থেকে এ উদ্যানে হাজির হন।

 

তিনি বলছিলেন, এখানকার ভোরবেলাটা খুব ভালো লাগে। নগরীর রাজগঞ্জ বাসিন্দা মোক্তার হোসেন গাজী বললেন, এখানে ভোরের হাওয়া অক্সিজেনে ভরপুর। এখানে যাঁরা আসেন সবাই সবার সুহৃদ। বিপদে আপদে আমরা পরস্পরকে সহযোগিতা করি।

আর পড়তে পারেন