শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ভিক্টোরিয়ার শিক্ষার্থীদের জন্য অনলাইনে বিনামূল্যে ফ্রিল্যান্সিং কোর্সের সুযোগ

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১১, ২০২০
news-image

মাছুম কামাল:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী এবং মুজিববর্ষ উপলক্ষ্যে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য অনলাইনে ‘ফ্রিল্যান্সিং স্কিল ডেভেলপমেন্ট কোর্স’ (ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট) চালু করবে কলেজ কর্তৃপক্ষ।

জানা গেছে, দুই সপ্তাহব্যাপী এই কোর্সটি অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা হবে। ভিক্টোরিয়া কলেজের ডিগ্রী, অনার্স এবং মাস্টার্সের যেকোনো শিক্ষার্থী এই কোর্সে বিনামূল্যে অনলাইনে রেজিস্ট্রেশন করে অংশ নিতে পারবেন।

কোর্স পরিচালনা কমিটির আহবায়ক এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়া বলেন, ‘আমরা শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি অনলাইন এবং ফ্রিল্যান্সিং-এ স্কিল বাড়ানোর জন্যই আমরা এই প্রোগ্রামটি হাতে নিয়েছি। কোর্স শেষে কলেজের পক্ষ থেকে সফলভাবে শেষ করা শিক্ষার্থীদের সনদ বিতরণ করা হবে।’

আগামী ১৬ই আগস্ট দুপুর ১২টায় অনলাইন মাধ্যমে কোর্সটির শুভ উদ্বোধন করবেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। উদ্বোধনী অনুষ্ঠান কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অফিসিয়াল পেইজে সরাসরি সম্প্রচার করা হবে।

আগ্রহী শিক্ষার্থীদের এই লিংকের (https://forms.gle/xmyLyQ7WahjywqPRA) মাধ্যমে আগামী ১৪ই আগস্টের মধ্যে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে।

আর পড়তে পারেন