শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারতজুড়ে চলমান বিক্ষোভ ও সহিংসতায় প্রাণ গেলো ২৬ জনের

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২২, ২০১৯
news-image

আন্তর্জাতিক ডেস্কঃ

বিতর্কিত নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে ভারতজুড়ে চলমান বিক্ষোভ ও সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। শুধু উত্তর প্রদেশেই মারা গেছেন ১৮ জন। নিহতদের অনেকেই গুলিবিদ্ধ হয়ে মারা গেলেও এর দায় স্বীকার করেনি পুলিশ।

রাজ্য পুলিশের মুখপাত্র প্রবীণ কুমার বলেন, বিক্ষোভকারীদের হঠাতে গুলি চালায়নি পুলিশ; কেবল টিয়ার গ্যাস ছুঁড়েছে। গেল ক’দিনের বিক্ষোভ ও সহিংসতার ঘটনায় শতাধিক মামলা দায়ের করেছে রাজ্য পুলিশ, আটক করেছে ৭শ’ মানুষকে।

ক্ষয়ক্ষতির জেরে, মুখ্যমন্ত্রীর নির্দেশে অভিযুক্তদের সম্পত্তি জব্দের প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। সমাবেশে নিষেধাজ্ঞা উপেক্ষা করে রোববারও রাজধানী দিল্লিসহ ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভের প্রস্তুতি নিয়েছে কংগ্রেসসহ বিভিন্ন দল। পুরো উত্তর প্রদেশ এবং অন্যান্য রাজ্যের জেলায় জেলায় জারি আছে ১৪৪ ধারা, আর কারফিউ। বিচ্ছিন্ন আছে ইন্টারনেট সংযোগ।

আর পড়তে পারেন