বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ভাইয়ের ফাঁসি বোনকে খুনের দায়ে

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৩, ২০১৬

fashi_newsshomoy
চট্টগ্রাম : কক্সবাজার জেলার চকোরিয়ার ওমখালী এলাকায় বোন জাহানারা বেগমকে (৫০) হত্যার দায়ে ভাই নুরুল আমিনকে (৩৬) ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে তাকে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক কাজী মহিতুল হক এনাম চৌধুরী এ আদেশ দেন। তবে দণ্ডিত আসামি পলাতক রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আইয়ূব খান বলেন, ‘২০০৮ সালের ২৬ নভেম্বর চকোরিয়ার ওমখালী এলাকায় পারিবারিক বিরোধের জেরে বড় বোন জাহানারা বেগমকে হত্যা করেন ছোট ভাই নুরুল আমিন। এঘটনায় নিহতের মেয়ে কহিনুর বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর গ্রেপ্তার হওয়া নূরুল আমিন ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে মামলাটি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত থেকে ২০১৫ সালের ১০ জুন দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের জন্য আসে। ১৯ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত নুরুল আমিনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন।’ পরবর্তীতে নূরুল আমিন জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

আর পড়তে পারেন