শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাহ্মনপাড়ায় ৩ সন্তানের জনকের বিষপানে আত্মহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৮, ২০১৭
news-image

 

ব্রাহ্মনপাড়া প্রতিনিধিঃ
কুমিল্লার ব্রাহ্মনপাড়া উপজেলার সিদলাই ইউনিয়নের বেড়াখলা গ্রামে এক দাদন ব্যাবসায়ীর প্রতিনিয়ত হুমকি ধমকির ভয় ভীতির কারনে অতিষ্ঠ হয়ে ৭ আগষ্ট সকালে ৩ সন্তানের জনক নাছির উদ্দিন (৪৩) বিষপানে আতœহত্যা করে।

পূর্ব পোমকারা গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে বীর মুক্তিযোদ্ধা আবদুল হান্নান সরকার ও বেড়াখলা ২নং ওয়ার্ডের গ্রাম পুলিশ সাইফুল ইসলাম এবং নিহতের স্বজনরা জানান, ৩/৪ মাস পূর্বে সিদলাই ইউনিয়নের সিদলাই ৯ নং ওয়ার্ডের সিরাজুল ইসলাম সিরু মিয়ার ছেলে হাসেম মিয়ার নিকট থেকে ৪ হাজার টাকা সুদে নেয় বেড়াখলা গ্রামের আবদুর রহিমের ছেলে নাছির উদ্দিন (৪৩)। প্রতি মাসে ৪শ টাকা সুদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এর মধ্যে ২ মাসে ৮শ টাকা সুদ প্রদান করেন। হাসেম বাকি ১ মাসের সুদের টাকার জন্য নাছির উদ্দিনকে গত কয়েক দিন যাবত হুমকি দমকি ও ভয়-ভীতি দিয়ে আসছে এবং টাকা না দিতে পারলে বস্তায় ভরে অন্যত্র এনে মারধর করবে বলে জানানোর পর , নাছির উদ্দিন রাগে ক্ষোভে বিষপান করে ছটফট শুরু করে। বাড়ীর লোকজন টের পেয়ে নাছির উদ্দিনকে সিএনজি যোগে দেবিদ্ধার হাসপাতালে নেওয়ার পথে এগারগ্রাম বাজারের নিকট পৌছার পর মোঃ নাছির উদ্দিন মারা যায়। নিহত নাছির উদ্দিনের ছেলে কাইয়ূম (১০), দুই মেয়ে কুলসুম (৭) ও সুমাইয়া (৫) রয়েছে। খবর পেয়ে ব্রাহ্মনপাড়া থানার এস আই হান্নান মিয়াজী সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে কুমেক হাসপাতালের মর্গে প্রেরন করে।

আর পড়তে পারেন