মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ১৬

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১২, ২০১৯
news-image

 

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) ;

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আন্তঃনগর উদয়ন এক্সপ্রেসে তুর্ণা নীশিথার ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় বহু যাত্রী আহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজনের পরিচয় পাওয়া গেছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের সদস্যরা নিহতেদের হাতের আঙুলের ছাপ নিয়ে তাদের পরিচয় শনাক্ত করছেন।
নিহতদের মধ্যে পরিচয় পাওয়া আটজন হলেন- হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মদনমোরাদের আইয়ূব হোসেনের ছেলে আল-আমিন, আনোয়ারপুরের মো. হাসানের ছেলে আলী মো. ইউসূফ, হবিগঞ্জের বোল্লার ইয়াসিন, জাহিদা খাতুন, চুনারুঘাটের পীরেরগাঁওয়ের সুজন আহমেদ, চাঁদপুরের হাজীগঞ্জের রাজাগাঁও এলাকার মজিবুর রহমান, তার স্ত্রী কুলসুম এবং শিশু আদিবা।

এর আগে, সোমবার রাত ৩টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দভাগ রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

আর পড়তে পারেন