বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তের শূন্যরেখায় যুবকের লাশ

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৭, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের খাদলা গ্রামে ভারত সীমান্তের ২০৪৯ পিলারের শূন্যরেখার কাছ থেকে গতকাল মঙ্গলবার রাতে শামীম মিয়া (২৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি গতকাল বুধবার সকালে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের বিদ্যানগর গ্রামের আবদুল মিয়ার ছেলে।

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কসবা উপজেলার বায়েক ইউনিয়নের খাদলা গ্রামে ভারত সীমান্তের ২০৪৯ পিলারের কাছে শূন্যরেখায় গতকাল বিকেলে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে স্থানীয় বিজিবি ঘটনাস্থলে গিয়ে সত্যতা পায়।

গতকাল মঙ্গলবার রাতে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। এ সময় স্থানীয় লোকজন ও নিহত শামীমের পরিবার ঘটনাস্থলে পৌঁছে শামীমের লাশ শনাক্ত করেন।

নিহতের বড় ভাই মো. বাপ্পীর দাবি, মাদলা গ্রামের মোটরসাইকেল চোরাকারবারি সাকিব মিয়ার সঙ্গে টাকা লেনদেন নিয়ে দ্বন্দ্ব হয়েছিল শামীমের। এ নিয়ে সাকিব তাঁকে খুন করার হুমকি দিয়েছিল। এ ঘটনার রেশ ধরে সাকিবের সহযোগী সাগরতলা গ্রামের শাহিন মিয়া ও কৈখলা গ্রামের রাজিব মিয়া ২৫ ফেব্রুয়ারি বিকেলে তাঁকে বাড়ি থেকে ডেকে সীমান্ত এলাকায় নিয়ে যায়। সেই থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। সাকিব, শাহিন ও রাজিব মিয়াসহ কয়েকজন তাঁর ভাইকে খুন করে লাশটি সীমান্তের শূন্যরেখায় ফেলে রাখেন বলে তিনি অভিযোগ করেন। তিনি তাদের বিরুদ্ধে হত্যা মামলা করবেন বলে জানিয়েছেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক বলেন, ভারতের শূন্যরেখা থেকে শামীমের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর চোখের বাম পাশে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, কেউ তাঁকে খুন করে লাশ গুম করার জন্য সীমান্তের শূন্যরেখায় ফেলে রেখেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। তবে খুনের সঙ্গে সাকিব, শাহিন ও রাজিব জড়িত কিনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আর পড়তে পারেন