শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান শুনে দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীরা লাপাত্তা

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৩, ২০২০
news-image

আনোয়ারুল ইসলাম ॥
করোনা ভাইরাসের প্রভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। সারাদেশের ন্যায় গত কয়েকদিনে কুমিল্লার ব্রাহ্মনপাড়ায় বিভিন্ন স্থানে ব্যবসায়ীদের জরিমানা করা হয়। এছাড়া উপজেলার সদর বাজার, সাহেবাবাদ বাজার, চান্দলা বাজার, ষাইটশালা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালানা করেন প্রশাসন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকায় অতংক বিরাজ করছে ব্যবসায়ীদের মধ্যে।

সোমবার সকালে ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ও বালিনা এলাকায় উপজেলা নির্বাহী অফিসার পরিদর্শনে আসবেন শুনে ওই এলাকার বাজারের বেশিরভাগ ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে লাপাত্তা হয়ে গেছে। এতে অল্প সময়ের মধ্যে জনশূন্য হয়ে পড়ে ওই বাজার গুলো।

এ ব্যাপারে দুলালপুর বাজারের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, প্রতিদিনই উপজেলার বিভিন্ন হাট বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে। এতে অধিকাংশ দোকান মালিকগণ বিভিন্ন অপরাধে ভ্রাম্যমান আদলতে অর্থদন্ডে দন্ডিত হচ্ছে। তাই এ কারণেই ম্যাজিষ্ট্রেট আসার খবর শুনে বাজারের ব্যবসায়ীরা নিজ নিজ দোকনপাট বন্ধ করে বাড়ি চলে গেছে।

উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা বলেন, করোনা ভাইরাস পরিস্থিতির সুযোগ নিয়ে একদল অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্য বৃদ্ধির পায়তারা করছে। এ ব্যাপারে সমগ্র উপজেলায় কঠোর নজরদারী করা হচ্ছে। প্রত্যেক ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন করতে হবে। সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে বাজার মনিটরিং করা হচ্ছে। যারা নিয়ম মেনে ব্যবসা করছেন তাদের কোনো জরিমানা করা হচ্ছে না। আমরা কেবল অসাধু ব্যবসায়ীদের আইন মেনে অর্থদন্ড দিচ্ছি। এতে বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকছে। করোনা পরিস্থিতিতে সাধারণ ক্রেতাদের কথা চিন্তা করেই আমরা বাজার মনিটরিং কার্যক্রম চালিয়ে যাব।

আর পড়তে পারেন