বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৮, ২০১৭
news-image

মোঃ সাইফুল ইসলাম ভূইয়া, ব্রাহ্মণপাড়াঃ

বাড়ির বিদ্যুতের সাইড লাইনের ছেড়া তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে সাইদুল ইসলাম (১৫) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। খবর পেয়ে থানার পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেছে। ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বড়ধুশিয়া গ্রামে। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল ২৮ এপ্রিল শুক্রবার দুপুর ১২টায় উপজেলার বড়ধুশিয়া উত্তরপাড়া গ্রামের মানিক মিয়া ও তার ছেলে বড়ধুশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র সাইদুল ইসলাম (১৫) বাড়ির পাশে ধান কাটছিল। সাইদুলের ক্ষিদে লাগার কারনে জমির পাশে হাজী চান্দ বক্স বাড়ীর উপর দিয়ে বড়ধুশিয়া নুর মসজিদের পাশে নাস্তা করতে চলে আসে। নাস্তা শেষে আবারও একই রাস্তায় জমিতে যাবার সময় হেলাল মাষ্টারের ঘরের পাশে একটি বৈদ্যুতিক তার শক সার্কিট থেকে আগুন লেগে পুড়ে গিয়ে একটি টিনের ঘরে বিদ্যুৎ চলে আসে। সাইদুল ভেজা শরীরে জমিতে ফিরে যাবার সময় ঐ ঘরটির বারান্ধার গ্রীলে হাত দেয়া মাত্রই সে শক খেয়ে মাটিতে পড়ে যায়। সাথে সাথে আশপাশের লোকজন ছুটে এসে তাকে ব্রাহ্মণপাড়া মধুমতি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। খবর পেয়ে থানার এসআই তফাজ্জল হোসেন ও সঙ্গীয় ফোর্স নিহত সাইদুলের বাড়ী ও ঘটনাস্থল পরিদর্শন করে লাশ থানায় নিয়ে আসে। থানার ওসি এসএএম শাহজাহান কবির সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরন করা হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আর পড়তে পারেন