মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্যাংককে ভ্রমণের সুযোগ মাত্র ৬ কিস্তিতে

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৩, ২০১৯
news-image

ডেস্ক রিপোর্ট :

ব্যাংকক ভ্রমণে খরচ হবে মাত্র সাড়ে ৩ হাজার টাকা। ৬ কিস্তিতে ব্যাংককে ২ রাত ৩ দিন থাকার সুযোগ দিচ্ছে রিজেন্ট এয়ারওয়েজ। নভোএয়ার ঢাকা ট্রাভেল মার্টে এ ভ্রমণ প্যাকেজ ঘোষণা করেছে এয়ারলাইন্সটি। রিজেন্ট এয়ারওয়েজের মার্কেটিং বিভাগের পরিচালক সোহেল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সিঙ্গাপুরে ৫,৩১৭ টাকার ৬ কিস্তিতে ২ রাত ৩ দিন থাকার সুবিধা রয়েছে। সিঙ্গাপুরের প্যাকেজের একজন গ্রাহককে মোট ৩১,৯০২ টাকা পরিশোধ করতে হবে। কুয়ালালামপুরের অফারটি নিতে পারবেন ৬ কিস্তিতে ৪,২১৭ টাকায়। মোট পরিশোধ করতে হবে ২৫,৩০২ টাকা। ব্যাংককের অফারটি রয়েছে মাত্র ৩,৫৩৪ টাকায়। যার মোট মূল্য ২১,১৯৬ টাকা।

তিনি জানান, ভ্রমণের জন্য আকর্ষণীয় অফার হচ্ছে ব্যাংকক, সিঙ্গাপুর ও কুয়ালালামপুর ভ্রমণ প্যাকেজ। মেলা চলাকালে ভ্রমণের এসব সুযোগ পাওয়া যাবে। এবারের মেলায় টিকিটে সর্বোচ্চ ২০ শতাংশ ছাড়ের অফার রয়েছে।

বৃহস্পতিবার ছিল মেলার প্রথম দিন। প্রথম দিন রিজেন্ট এয়ারওয়েজের প্যাভিলিয়ন পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

ষোড়শবারের মতো আন্তর্জাতিক পর্যটন মেলা আয়োজন করেছে ভ্রমণবিষয়ক পাক্ষিক দি মনিটর বাংলাদেশ। এতে পার্টনার কান্ট্রি হিসেবে যুক্ত হয়েছে নেপাল। এছাড়া প্রথম বারের মতো ঢাকা ট্রাভেল মার্টের কোন আসরে পার্টনার কান্ট্রি নেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ, নেপাল ছাড়াও মেলায় থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার জাতীয় পর্যটন সংস্থাগুলো অংশ নিয়েছে।

আর পড়তে পারেন