বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বোর্ড সেরা হলেন কুমিল্লা জিলা স্কুল

আজকের কুমিল্লা ডট কম :
মে ৩১, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা বোর্ড সেরা হলেন কুমিল্লা জিলা স্কুল । এ প্রতিষ্ঠানে ৩১২টি জিপিএ ফাইভসহ শতভাগ পাশ করেছে।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফলে এ বছর (২০২০) পাশের হার ৮৫.২২  শতাংশ।  বোর্ডে জিপিএ ফাইভ পেয়েছে ১০২৪৫  জন। গত বছর পাশের হার ছিল ৮৭.১৬ জিপিএ ফাইভ ছিল ৮৭৬৪  জন।

এবছর মোট পরিক্ষার্থী ছিল ১৫৯০৭০  জন, পাশ করেছে ১,৩৫,৫৬০  জন। মেয়েদের পাশের হার ৮৬.৩১, ছেলেদের পাশের হার ৯৪.৪১  শতাংশ। বিভাগ ভিত্তিক পাশের হার বিজ্ঞান- ৯৬.৭৬, মানবিক- ৭৬.৩৩ এবং ব্যবসায় শিক্ষা- ৮৪.৮৩ শতাংশ।  বোর্ডের ৬  জেলায় ১৭৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশ করেছে ১৬২টি শিক্ষা প্রতিষ্ঠান।

রেজাল্ট পেতে এই ওয়েবসাইটে ঢুকুন

Http://Www.educationboardresults.gov.bd/

আর পড়তে পারেন