শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বৃটেনে সর্বোচ্চ সম্মানে ভূষিত বাংলাদেশি চিকিৎসক

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১, ২০১৯
news-image

ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশে জন্মগ্রহণকারী বৃটিশ প্রফেসর টিপু আজিজকে আজীবনের জন্য বৃটেনের নিউরো সার্জারিবিষয়ক সর্বোচ্চ সম্মাননা পুরস্কার দেয়া হয়েছে। তিনি অক্সফোর্ড ফাংশনাল নিউরো সার্জারি’র প্রতিষ্ঠাতা ও প্রধান।

নাফিল্ড ডিপার্টমেন্ট অব সার্জিক্যাল সায়েন্সেস থেকে তাকে দেয়া হয়েছে ‘মেডেল অব দ্য সোসাইটি অব বৃটিশ নিউরোলজিক্যাল সার্জনস’ পুরস্কার।

নিউরো সার্জারিতে তার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে আজীবন এই পদকে ভূষিত করা হয়েছে। ১৯৫৬ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) জন্মগ্রহণ করেন প্রফেসর টিপু আজিজ।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনে তিনি নিউরোফিজিওলজির ওপর পড়াশোনা করেছেন। পারকিনসন, স্কেলেরোসিস সহ বিভিন্ন রকম জটিল ও কঠিন চিকিৎসায় তিনি বিশেষজ্ঞ।

আর পড়তে পারেন