শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ে ৩ জুয়াড়িকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১০, ২০১৭
news-image

বুড়িচং প্রতিনিধিঃ

কুমিল্লার বুড়িচং থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার জগতপুর গ্রামে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৩ যুবককে নগদ টাকা, তাস ও জুয়া খেলার সরঞ্জামসহ আটক করে। বৃহস্পতিবার বিকেলে আটক ৩ যুবককে উপজেলা নির্বাহী ম্যাজেষ্ট্রেট জাকিয়া আফরিনের নিকট হাজির করলে তিনি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জুয়া খেলার অপরাধে জনপ্রতি ৫ শত টাকা করে ১৫ শত টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেন।

পুলিশ সূত্র জানায়, বুধবার রাত ১০ টায় বুড়িচং উপজেলা সদর ইউনিয়নের জগতপুর গ্রামের হাজী বাড়ীর পুকুরের উত্তর পাড় জুয়া খেলার আসর বসায়। ওই স্থানে নিয়মিত জুয়ার আসর বসিয়ে স্থানীয় যুবকরা জুয়া খেলে আসছিল। বুধবার রাতে বুড়িচং থানার এস,আই মোঃ ইমাম হোসেন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে ৩ যুবককে হাতে নাতে আটক করে। এসময় জুয়ার আসর থেকে তাদের সঙ্গে থাকা ৩ টি মোবাইল, নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করে। আটক যুবকদেরকে রাতেই থানায় নিয়ে আসে। আটক যুবকরা হলো উপজেলার জগতপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে মনির হোসেন (২৫), মৃত শহিদুল ইসলামের ছেলে রুবেল (২২) এবং আব্দুল বারেকের ছেলে শরীফুল ইসলাম সকলেই একই গ্রামের বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার বিকেলে আটক ৩ জুয়ারিকে বুড়িচং থানা পুলিশ উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকিয়া আফরিনের নিকট হাজির করলে তিনি জনপ্রতি ৫ শত টাকা করে মোট ১৫ শত টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেন।

আর পড়তে পারেন