শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ে বিপুল পরিমাণ মেয়াদহীন আইসক্রিম ধ্বংস

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৯, ২০১৮
news-image

আক্কাস আল মাহমুদ হৃদয়ঃ
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে অস্বাস্থ্যকর ও মেয়াদবিহীন বিপুল পরিমাণ আইসক্রিম ধ্বংস করা হয় এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

জানা যায়, জেলার বুড়িচং উপজেলা সদরসহ অন্যান্য এলাকায় অস্বাস্থ্যকর ও মেয়াদবিহীন আইসক্রিম বিক্রি করতেন ব্রাহ্মণপাড়ার নিউ সুপার আইসক্রিম ফ্যাক্টরী।

শনিবার ২৮ এপ্রিল বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা কালে আটক করেন নিউ সুপার আইসক্রিম ফ্যাক্টরীর একটি পরিবহন। ওই পরিবহনের আইসক্রিম গুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পায় মোম ও বরফ দ্বারা তৈরি এবং মেয়াদবিহীন যা মানুষের জন্য অস্বাস্থ্যকর। পরে জব্দ কৃত মালামাল ধ্বংস করেন এবং ৫ হাজার টাকা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো জানান, ওই ফ্যাক্টরীর কর্মকর্তা রফিক (৩২), ফারুক (৩১) তারা তাদের ফ্যাক্টরীর নাম ব্যবহার করে ছোট ছোট পরিবহনের মাধ্যমে উপজেলাসহ বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরাভাবে মালামাল সরবরাহ করতেন যা ছিল অস্বাস্থ্যকর ও মেয়াদবিহীন ।

আর পড়তে পারেন