শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ে প্রেমে ব্যর্থ হয়ে এক যুবকের বিষপানে আত্মহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৫, ২০১৭
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার হালগাঁও গ্রামের শাওন (১৮) বছরের এক যুবক প্রেমে ব্যর্থ হয়ে বিষ পানে আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (১৪ জুলাই) দুপুরে সকলের অজান্তে ঘরের দরজা বন্ধ করে বিষ পান করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চান্দিনা ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়- জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের হালগাঁও গ্রামের অধিবাসী মো. তাজুল ইসলামের মো. মেহেদী হাসান শাওন (১৮) এর সাথে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার মীম নামের এক মেয়ের সাথে দীর্ঘদিন যাবত প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু, তার পিতা তাজুল ইসলামের সঙ্গে শাওনের মার বিবাহ বিচ্ছেদ হয় বিগত ৩ বছর পূর্বে । ক্যান্ট. বোর্ড উচ্চ বিদ্যালয়ে পড়–য়া ৯ম শ্রেণীর ছাত্র শাওনের লেখাপড়া এ ঘটনার পর বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে ক্যান্টনমেন্ট এলাকার মীম নামের (ছদ্ম নাম) এক মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তার পিতা তাজুল ইসলাম প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় রাগে ক্ষোভে শুক্রবার দুপুর পৌনে ২ টায় সবার অজান্তে দক্ষিণ ভিটির ঘরের দরজা বন্ত করে বিষ পান করে। বাড়ির লোকজন বিষ পানের বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা বেগতিক দেখে পরে আরো উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১ টায় মেহেদী হাসান শাওন মৃত্যুবরণ করে। উল্লেখ্য, যে বিষ পানের পূর্বে তার মৃত্যুর কারণ জানিয়ে তার মায়ের নিকট একটি চিরকোট লিখে যায় যাতে লেখা ছিল ‘মীমকে সে ভালোবাসে এবং মীমকে ছাড়া সে বাঁচতে পারবে না। যদি সে মারা যায় তাহলে মীম যাতে তার লাশ দেখতে ও না আসে। আরো অনেক কিছু চিরকোটে লিখে যায়। স্থানীয় আরো জানায়- প্রেমে ব্যর্থ হয়ে শাওন এ ধরনের ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে শাওনের পিতা মো. তাজুল ইসলাম বাদি হয়ে শনিবার সকালে বুড়িচং থানায় একটি অপমৃত্যু মামলা দাখিল করেন। পুলিশ উক্ত ঘটনায় প্রকৃত রহস্য উদ্ঘাটনে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আর পড়তে পারেন