বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যার ঘটনায় ঘাতক গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৩, ২০১৮
news-image

 

সেলিম সজীবঃ

কুমিল্লার বুড়িচংয়ে প্রবাসীর স্ত্রী খুন হওয়ার একদিন পর ঘাতক জাকিরকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ জুলাই) দুপুরে নগরীর কাপ্তানবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া জাকির জেলার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত ওয়াছ আলীর ছেলে।

জানা যায়, টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে সোমবার সকালে বুড়িচং উপজেলার বাকশিমুল দক্ষিণপাড়া গ্রামের সেতারা বেগম নামে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত খুন করে জাকির হোসেন নামে এক কাঠমিস্ত্রী। ঘটনার পর সে এলাকা ছেড়ে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের একদিন পর নগরীর কাপ্তানবাজার এলাকা থেকে ঘাতক জাকিরকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার দে জানান, সেতারা বেগমের বাড়িতে জাকির হোসেন কাঠমিস্ত্রী হিসেবে কাজ করছিল। এর সূত্র ধরে উভয়ে পরকীয়ায় জড়িয়ে পড়েন। পরবর্তীতে আর্থিক লেনদেনও হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে ঘাতক জাকির জানায়, আর্থিক লেনদেনকে কেন্দ্র করে সোমবার উভয়ের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সেতারা বেগম প্রথমে তাকে ছুরিকাঘাত করে। এতে ক্ষিপ্ত হয়ে জাকির তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করে।কুমিল্লায় প্রবাসীর স্ত্রীকে হত্যার ঘটনায় গ্রেফতার ১

কুমিল্লায় প্রবাসীর স্ত্রী খুন হওয়ার একদিন পর ঘাতক জাকিরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নগরীর কাপ্তানবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জাকির জেলার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত ওয়াছ আলীর ছেলে।

জানা যায়, টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে সোমবার সকালে বুড়িচং উপজেলার বাকশিমুল দক্ষিণপাড়া গ্রামের সেতারা বেগম নামে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত খুন করে জাকির হোসেন নামে এক কাঠমিস্ত্রী। ঘটনার পর সে এলাকা ছেড়ে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের একদিন পর নগরীর কাপ্তানবাজার এলাকা থেকে ঘাতক জাকিরকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার দে জানান, সেতারা বেগমের বাড়িতে জাকির হোসেন কাঠমিস্ত্রী হিসেবে কাজ করছিল। এর সূত্র ধরে উভয়ে পরকীয়ায় জড়িয়ে পড়েন। পরবর্তীতে আর্থিক লেনদেনও হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে ঘাতক জাকির জানায়, আর্থিক লেনদেনকে কেন্দ্র করে সোমবার উভয়ের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সেতারা বেগম প্রথমে তাকে ছুরিকাঘাত করে। এতে ক্ষিপ্ত হয়ে জাকির তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করে।

আর পড়তে পারেন