শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ে ছাত্রলীগ নেতা সুলেমান হত্যার চেষ্টাকারিদের শাস্তির দাবিতে মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১৩, ২০১৯
news-image

সাকিব আল হেলাল :

কুমিল্লার বুড়িচং-মিরপুর সড়কের ভরাসার বাজারে স্থানীয় জনগণের উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৩ জুন) বেলা ১১টায় বুড়িচং উপজেলার ভরাসার বাজারে প্রায় সহস্রাধিক নারী পুরুষের অংশগ্রহণে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় রাস্তার দুই পাশে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করে। এ সময় দুইদিক থেকে আসা গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। ভরাসার বাজার এলাকাটি শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে। সবার মুখে শুধু একটাই উচ্চারণ ছিল হামলাকারি সিরাজ মেম্বারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

 

এ সময় এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ বক্তব্য রাখতে গিয়ে তারা বলেন,হামলাকারি সিরাজুল ইসলাম মেম্বার একজন কুখ্যাত ডাকাত। তার নামে বুড়িচংসহ কুমিল্লার বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। তাছাড়া কয়েকদিন পূর্বে চাঁদাবাজির টাকাসহ পুলিশ তাকে আটক করে।

ছাত্রলীগ নেতা সুলেমান তার এ সকল অপকর্মের প্রতিবাদ করায়, সোমবার রাতে ভরাসার বাজার থেকে বাড়ি ফেরার পথে সুলেমান ও আরজুকে অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্বকভাবে জখম করে সিরাজুল ইসলাম। আহতরা ঢাকার নর্দান হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

এলাকাবাসি উক্ত হামলাকারি ষোলনল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার সিরাজু্ল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

আর পড়তে পারেন