মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ের ছয়গ্রামে হেমন্তেও সৌন্দর্য বিলাচ্ছে সাদা শাপলা ফুল

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৫, ২০১৯
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার ছয়গ্রাম গ্রামে ফুটে আছে জাতীয় ফুল শাপলা। বর্ষা, শরৎ পেরিয়ে হেমন্তেও আপন সৌন্দর্য বিলিয়ে দিচ্ছে এই ফুল। বর্ষার শেষে বাংলাদেশে আনাচে-কানাচে বিলের পানিতে দলবেঁধে ফুটে শাপলা। সাধারণত বর্ষা মৌসুমে লাল শাপলার ছড়াছড়ি দেখা গেলেও শরৎ হেমন্তে সাদা শাপলাই চোখে পড়ে বেশি।

শাপলা বাংলাদেশের জাতীয় ফুল। নদী বাদ দিয়ে বাংলাদেশের প্রায় সব জলাশয়ে শাপলা ফুল ফুটতে দেখা যায়। এ কারণেই সাদা এই ফুল বাংলাদেশের জাতীয় ফুলের মর্যাদা পেয়েছে। বদ্ধ জলের উপর ভেসে থাকে শাপলা ফুল আর তার বড় সবুজ পাতা। বাংলাদেশের মাত্র কয়েক প্রজাতির শাপলা দেখা গেলেও সারাবিশ্বে ৩৫ প্রজাতির শাপলা ফুল রয়েছে। আমাদের দেশে সাদা এবং গোলাপী শাপলাই বেশি দেখা যায়।

শাপলা বাংলাদেশের একটি জনপ্রিয় সবজিও। বর্ষায় বিল থেকে শাপলা তুলে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে অনেকেই।

বাংলাদেশের মুদ্রায়, টাকায় এবং দলিলপত্রে জাতীয় ফুল শাপলার ছবি বা জলছাপ দেখা যায়। শ্রীলংকার জাতীয় ফুলও শাপলা।

প্রাচীনকালে গ্রীক জলপরী দেবীর উদ্দেশ্যে এই ফুল উৎসর্গ করা হতো। সেই থেকে এর নামকরণ। খ্রীস্টপূর্ব ২৫০০ বছর পূর্বে মিশরের এক ধ্বংসাবশেষে শাপলা ফুলের মতো একটি ছবি পাওয়া যায়। ধারণা করা হয় প্রাচীর যুগে মিশরে শাপলা ফুলের চাষ হতো।

আর পড়তে পারেন