শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বিয়ে আমার ম্যাচুউরিটি লেভেলটা বাড়িয়েছে: লিটন দাস

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১১, ২০২০
news-image

 

অনলাইন ডেস্ক;

বাংলাদেশ জাতীয় দলের উইকেট-কিপার ব্যাটসম্যান লিটন দাসের প্রতিভা নিয়ে প্রশ্ন তোলেনি কেউই। কিন্তু তার সমস্যা ছিল একটাই। ব্যাট হাতে ধারাবাহিক ছিলেন না লিটন। এক ম্যাচে রান করলে পরের কয়েক ম্যাচ ফ্লপ। তবে এবারের বঙ্গবন্ধু বিপিএলে লিটন দাস হাজির হয়েছেন অন্যরূপে।

লিটনের বড় সমালোচনা ছিল ইনিংস বড় করতে ব্যর্থ তিনি। চলতি বিপিএলে এই সমালোচনাও বন্ধ করে দিয়েছেন তিনি। দারুণ ধারাবাহিকতায় রান পাচ্ছেন, স্ট্রাইকরেটও থাকছে ১৪০-এর কাছাকাছি। ইতোমধ্যে টুর্নামেন্টে ছাড়িয়ে গেছেন ৪০০ রান। এমন বদলে যাওয়ার পেছনে রহস্য কী? রহস্যের সমাধান করলেন লিটন নিজেই।

লিটন জানান, এমন বদলের জন্য একটা বড় কারণ হলো বিয়ে করা। আসলে অনেক সময় নিজের মাথাটা বদলে ফেলতে হয়। বিয়ের পর মাথা খুলেছে। আগে বেশি আগ্রাসী ছিলাম। সংসার জীবনে যাওয়ার পর স্থির হয়েছি। বুঝতে শিখেছি। বিয়েটা আমার জন্য সৌভাগ্যেরও হতে পারে আমি খুব ভাগ্যবান যে কম বয়সে বিয়ে করতে পেরেছি। বিয়ে জিনিসটা আমার ম্যাচুউরিটি লেভেলটা বাড়িয়ে দিয়েছে।

আর পড়তে পারেন