শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে আজ বাংলাদেশের ভারত চ্যালেঞ্জ

আজকের কুমিল্লা ডট কম :
মে ২৮, ২০১৯
news-image

 

ডেক্স রিপোর্টঃ

আজ মঙ্গলবার (২৮ মে) বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ ভারত।

পাকিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এই ম্যাচ খেলতে উদগ্রীব পুরো দল। ভারতের সঙ্গে প্রথমবার খেলতে দারুন রোমাঞ্চিত মোহাম্মদ সাইফুদ্দিন।

সোমবার (২৭ মে) কার্ডিফ ওয়েলস স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ দল। যেখানে আজ দুপুর সাড়ে তিনটায় শুরু হবে খেলা।

ঝকঝকে কার্ডিফের আকাশ। ২৪ ঘন্টার ব্যবধানে বদলে গেছে পরিবেশ। যে বৃষ্টি কেড়ে নিয়েছিলো পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ সেই মাঠে আবারো ফিরেছে টিম টাইগার্স।

অনুশীলন সেশনে সবার যথারীতি ফিল্ডিং দিয়ে শুরু। এরপর একে একে ব্যাটিং, বোলিং। মোস্তাফিজের ফুল রানআপে বোলিং বা মাহমুদুল্লাহর ব্যাটিং সবাই নেট প্র্যাকটিসে। তবে মাঠে সত্যিকারের পরীক্ষা দিতে চায় দল।

প্রতিপক্ষ ভারত প্রথম প্রস্তুতি ম্যাচে হেরেছে নিউজিল্যান্ডের কাছে। তারপরও আত্মবিশ্বাস একটু কমেনি। বাংলাদেশও ভয় পায় না কোহলি, রোহিত র্শমাদের।

এটা অনানুষ্ঠানিক ম্যাচ। তবে আনুষ্ঠানিক ওয়ানডেতে দুই দলের আগের ৩৫ দেখায় ৫ বার জিতেছে বাংলাদেশ।

যে রৌদ্রজ্জ্বল আবহাওয়া দিয়ে শুরু হয়েছিলো বাংলাদেশের অনুশীলন। দুপুর না গড়াতেই আকাশে কালো মেঘের ঘনঘটা। মঙ্গলবারও আছে বৃষ্টির পূর্বাভাস।

সেক্ষেত্রে ভেস্তে যেতে পারে বাংলাদেশের আরো একটি প্রস্তুতি ম্যাচ। যা মূল আসর শুরুর আগে হবে বিপদের নাম।

আর পড়তে পারেন