মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিবিরবাজার স্থলবন্দর পরিদর্শন করেছেন ভারতীয় হাইকমিশনার, ফুলেল শুভেচ্ছা দিলেন জেলা ও পুলিশ সুপার প্রশাসক

আজকের কুমিল্লা ডট কম :
মে ৮, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টার :

কুমিল্লায় বিবিরবাজার স্থলবন্দর পরিদর্শন করেছেন ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস

বাংলাদেশে ভারতের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনের অংশ হিসেবে বুধবার তিনি কুমিল্লা বিবিরবাজার স্থলবন্দর পরিদর্শন করেন। এ সময় পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এতে জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এখানে তিনি ল্যান্ড পোর্ট অপারেটরস কর্মকর্তা, বিবিরবাজার ল্যান্ড পোর্ট এক্সপোর্ট-ইমপোর্ট অ্যাসোসিয়েশান ও ল্যান্ড পোর্ট সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন, কাস্টমস কমিশনার মাহবুবুজ্জামান, ল্যান্ড পোর্ট অফারেটসের সিইও মো. কবিরুজ্জামান উপস্থিত ছিলেন। পরে হাইকমিশনার বাংলাদেশের বিবিরবাজার স্থলবন্দর ও ভারতের শ্রীমন্তপুর স্থলবন্দর পরিদর্শন করেন। নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস জানান, বিবিরবাজার স্থলবন্দরটি একটি গুরুত্বপূর্ণ বন্দর, তাই এ বন্দরটি পরিদর্শনে এসেছেন তিনি।

আর পড়তে পারেন