শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

‘বিবর্তন নিয়ন্ত্রণে’ সক্ষম হওয়ায় রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৩, ২০১৮
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

রয়্যাল সুইডিশ একাডেমী অফ সাইন্সেস এবছর যৌথভাবে ফ্রান্সেস এইচ আর্নল্ড, জর্জ পি স্মিথ ও স্যার গ্রেগরি পি উইন্টারকে রসায়নে নোবেল পুরস্কারে ভূষিত করেছে।

পুরস্কারের অর্ধেকটা পাবেন ফ্রান্সেস এইচ আর্নল্ড এবং বাকি অর্ধেকটা ভাগ করে দেয়া হবে জর্জ পি স্মিথ ও স্যার গ্রেগরি পি উইন্টারের মধ্যে।

বুধবার টুইটারে নোবেল কর্তৃপক্ষ জানায়, রসায়নে নোবেল বিজয়ীরা বিবর্তনের ধারা নিয়ন্ত্রণে সক্ষম হয়েছেন।

তারা বিবর্তনের মূলসূত্র অর্থাৎ জীনগত পরিবর্তন এবং প্রাকৃতিক নির্বাচনকে কাজে লাগিয়ে এমন প্রোটিন তৈরি করতে সক্ষম হয়েছেন যা মানব জাতির রাসায়নিক বিভিন্ন সমস্যার সমাধানে সক্ষম।

বৈজ্ঞানিক গবেষণার জন্য এটিই এবছরের শেষ নোবেল।

এই সপ্তাহেই নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে আগামী ৮ অক্টোবর।

উল্লেখ্য, যৌন হয়রানীর অভিযোগ বা ‘মি টু’ আন্দোলনের জেরে এবছর সাহিত্যে নোবেল পুরস্কার স্থগিত রাখা হয়েছে।

আর পড়তে পারেন