বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিদ্যুৎ চাহিদা পূরণের লক্ষ্যে চৌদ্দগ্রামে সোলার প্যানেল বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৩০, ২০১৯
news-image

স্টাফ রিপোর্টারঃ
“শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ১নং কাশিনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সোলার প্যানেল সিস্টেম বিতরণ করা হয়।

বিদ্যুৎ চাহিদা পূরণের লক্ষ্যে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদে এ সোলার প্যানেল সিস্টেম বিতরণ করা হয়।

উপজেলার কাশিনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে শনিবার (২৯ জুন) চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর পরিচালনা কমিটির দায়িত্বে থাকা নেতৃবৃন্দের হাতে এসকল সোলার প্যানেল বিতরণ করেন। জানা যায়, উপজেলার কাশিনগর ইউনিয়নের জয়মঙ্গলপুর উচ্চ বিদ্যালয়, জয়মঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, অশ্বদিয়া মহিলা মাদ্রাসা, অশ্বদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাশিনগর ফয়জুন্নেছা বালিকা বিদ্যালয়, রাণীর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বসন্তপুর উত্তর পাড়া জামে মসজিদে এসকল সোলার প্যানেল সিস্টেম বিতরণ করা হয়। সোলার প্যানেল সিস্টেম বিতরণ অনুষ্ঠানে কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেনসহ এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, প্রধান শিক্ষক এবং ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্যবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আর পড়তে পারেন