বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বিদেশে থেকেও দেশে বিজয়ের আনন্দে প্রাণ গোপাল দত্ত

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১৬, ২০১৭
news-image

চান্দিনায় জাঁকজমক পূর্ণভাবে মহান বিজয় দিবস উদযাপন

স্টাফ রিপোর্টারঃ
মহান বিজয় দিবস উপলক্ষে ভারতের কলকাতায় ফোর্ট উইলিয়ামের স্মৃতিস্মারকে বাংলাদেশে মুক্তিযোদ্ধা প্রতিনিধি দলের হয়ে পুস্পস্তবক অর্পণ করতে গিয়ে বিদেশে থেকেও দেশের বিজয়ের আনন্দে উৎফুল্ল হয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আমন্ত্রণে ১৪ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত গণপূর্ত মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি’র নেতৃত্বে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রতিনিধি দলের সদস্য হিসেবে ৫ জন এমপি, ৫ জন সেনা কর্মকর্তা (অব.) মুক্তিযোদ্ধা সদস্য এবং অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত সহ ৩০জন মুক্তিযোদ্ধার দল সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন।

তাদের মধ্যে রয়েছেন উপাধ্যক্ষ আব্দুস সহিদ এমপি, গাজী গোলাম দস্তগীর বীরপ্রতীক এমপি, চট্টগ্রামের আওয়ামীলীগ নেতা আতাউর রহমান খান কায়সারের কন্যা ওয়াসেকা খান এমপি, লে. জেনারেল মোল্লা ফজলে আকবর, অব. ব্রিগ্রেডিয়ার জেনারেল সহিদ উল্লাহ চৌধুরী প্রমুখ।

মহান বিজয়ের ৪৬তম বছরে কুমিল্লার চান্দিনায় ব্যাপক যাকজমক পূর্ণ ভাবে দিবসটি উদযাপন করেছেন চান্দিনা উপজেলাবাসী।

উপজেলা জুড়ে আনন্দের বন্যায় ভাসাতে প্রতিটি ইউনিয়নে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডা. প্রাণ গোপাল দত্তের সহযোগিতায় ব্যাপক কর্মসূচী পালন করা হয়।

দিবসটির প্রথম প্রহরে তার পক্ষ থেকে চান্দিনার কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন চান্দিনা উপজেলা ছাত্রলীগ। মাইজখার ইউনিয়নের করতলা কাজীর বাজার এলাকায় শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই ইউনিয়নের বামনিখোলা গ্রামে বিজয়ের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পৌরসভার ৯নং ওয়ার্ড তুলাতলী গ্রামে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা। পানিপাড়া বাংলাবাজার এলাকায় আনন্দ শোভাযাত্রা বের করে ডা. প্রাণ গোপাল দত্তের সমর্থিত নেতা-কর্মীরা। এছাড়াও উপজেলার গোবিন্দপুরে, কেরনখাল, এতবারপুর, মাইজখার, কামারখোলা, সুহিলপুর, মেহার, বদরপুর, মাধাইয়া সহ বিভিন্ন স্থানে ওই আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়।

 

আর পড়তে পারেন