শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাড়ি বাড়ি গিয়ে খাদ্য পৌছে দিলেন দাউদকান্দি পৌর মেয়র

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৩১, ২০২০
news-image

 

জাকির হোসেন হাজারী:
করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হওয়া অসহায় দরিদ্রদের বাড়ী বাড়ী গিয়ে খাদ্য পৌছে দিলেন দাউদকান্দি পৌর মেয়র নাইম ইউসুফ সেইন।

৩১মার্চ মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত পৌরসভার উত্তর হাসানপুর, পূর্ব হাসানপুর ও তালতলি(আংশিক)গ্রামে হতদরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে খাবার নিয়ে হাজির হন মেয়র।

তিনি চাল, আটা, তৈল, পেয়াঁজ, লবন ও সাবান বস্তা প্যাকিং করে কর্মহীন দরিদ্রদের ঘরে ঘরে পৌঁছে দেন। এ সময় ওই সব বাড়িতে থাকা ব্যক্তিরা অবাক হয়ে যান মেয়রকে তাদের বাড়িতে রাতে দেখে। এভাবে তিনি ঘুড়ে ঘুড়ে দরিদ্র পরিবারকে তার খাদ্য সামগ্রি নিজ হাতে বিতরণ করেন।

দাউদকান্দি পৌর মেয়র নাইম ইউসুফ সেইন আজকের কুমিল্লাকে বলেন, আমার ব্যাক্তিগত উদ্যোগে কর্মহীন দরিদ্র ব্যক্তিদের ঘরে ঘরে গিয়ে খাবারের প্যাকেট পৌঁছে দিয়েছি। যাতে করে কাউকে ঘর থেকে বের হতে না হয়। তার জন্য যতটা সম্ভব কাজ করছি। পর্যায়ক্রমে পৌরসভার প্রতিটি গ্রামের কর্মহীন দরিদ্র পরিবারের ঘরে খাবার পৌছে দেব ইনশাল্লাহ।

আর পড়তে পারেন