শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাস্তবতা (কবিতা)

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৯, ২০২০
news-image

মোহাম্মদ ফরিদ:

পরের দুঃখে দুঃখি হবে
এমন মানুষ পাইনা,
মানুষ পশুর নাই ভেদাভেদ
কেনো তা বুঝিনা।

সদা সত্য কথা বলবে
এমন মানুষ পাইনা,
ন্যায় নীতি আর সঠিক বিচার
এখন দেখা যায়না।

সন্ত্রাসী আর চাঁদাবাজ হয়
দেশ ও জাতির নেতা
অসৎ লোক আর ধান্ধাবাজ হয়
এই সমাজের মাথা।

সৎ মানুষের হয়না যে ঠাঁই
এই ধরণীর বুকে,
অসৎ লোকের নির্যাতনে
গরীব মরে ধুকে।

হিংসা নিন্দা হানাহানি
চলছে জগতময়,
মানুষরূপি পশুর জন্য
জগত নষ্ট হয়।

আর পড়তে পারেন