শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বানেগা, রোমেরোও লানজিনিকে বাদ দিয়ে আর্জেন্টিনার কোপার দল ঘোষণা

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৬, ২০১৯
news-image

স্পোর্টস ডেস্কঃ

ব্রাজিলে অনুষ্ঠেয় কোপা আমেরিকাকে সামনে রেখে ৩২ সদস্যর প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কোলানির ঘোষিত দলে বিশ্বকাপের পর জাতীয় দলের জার্সি গায়ে মাঠে না নামা সার্জিও আগুয়েরো থাকলেও, বাদ পড়েছেন এভার বানেগা ও সার্জিও রোমেরোর মতো তারকা ফুটবলাররা। ৪৬তম কোপার দলের নেতৃত্বের ভার রয়েছে লিওনেল মেসির কাঁধেই।

ইনজুরির কারণে ওয়েস্ট হ্যাম মিডফিল্ডার ম্যানুয়েল লানজিনি রাশিয়া বিশ্বকাপে খেলতে পারেননি। তবে এই মৌসুমে ঠিকই তিনি ফিরিছিলেন ক্লাব ফুটবলে। তাকেও জাতীয় দলের প্রাথমিক দলে রাখেনি স্কোলানি। কিছুদিন আগে জাতীয় দলকে বিদায় বলে দেয়ায় গঞ্জালো হিগুয়াইনও নেই ৩২ সদস্যের প্রাথমিক দলে। তবে আক্রমণভাগে পাওলো দিবালা ও মাউরো ইকার্দির না থাকার গুঞ্জন উঠলেও দুজনেই ঠাঁই পেয়েছেন আর্জেন্টাইন দলে।

আগামী ১৪ জুন ব্রাজিলে বসবে দক্ষিণ আমেরিকা ফুটবলের মহোৎসব। টুর্নামেন্টকে সামনে রেখে ২৩ সদস্যের মূল দল ঘোষণা হবে আগামী সপ্তাহে। এবারের কোপায় গ্রুপ ‘বি’তে শক্তিশালী কলম্বিয়া, প্যারাগুয়ে ও অতিথি দল কাতারের সঙ্গে লড়বে আলবিসেলেস্তেরা।

আর্জেন্টিনার ৩২ সদস্যের প্রাথমিক কোপা আমেরিকা দল
গোলরক্ষক : ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট), এস্তেবান আন্দ্রাদা (বোকা জুনিয়র্স), অগাস্টিন মারচেসিন (ক্লাব আমেরিকা), হুয়ান মুসো (উদিনেস), জেরোনিমো রুল্লি (রিয়াল সোসিয়েদাদ)

ডিফেন্ডার : রেঞ্জো সারাভিয়া (রেসিং), গ্যাব্রিয়েল মার্কেডো (সেভিয়া), নিকোলাস ওটামেন্ডি (ম্যানচেস্টার সিটি), গেজম্যান পেজ্জেলা (ফিওরেন্টিনা), ওয়াল্টার কানেম্যান (গ্রেমিও), নিকোলাস টাগ্লিয়াফিকো (আয়াক্স), মার্কোস আকুইনা (স্পোর্টিং লিসবন), রামিরো ফুনেস মোরি (ভিয়ারিয়াল), হুয়ান ফয়েথ (টটেনহ্যাম)

মিডফিল্ডার : লিওনার্দো পারেদেস (পিএসজি), জিওভানি লো সেলসো (রিয়াল বেতিস), এক্সেকুয়েল পালাসিও (রিভার প্লেট), গুইদো রদ্রিগেজ (ক্লাব আমেরিকা), রবার্তো পেরেইরা (ওয়াটফোর্ড), রদ্রিগো ডি পল (উদিনেসে), মাক্সিমিলানো মেজা (মন্টেরি), মাতিয়াস জারাচো (রেসিং), ইভান মার্কোনে (বোকা জুনিয়র্স)

ফরোয়ার্ড : গঞ্জালো মার্টিনেজ (আটলান্টা ইউনাইটেড), পাওলো দিবালা (জুভেন্টাস), অ্যানহেল ডি মারিয়া (পিএসজি), লিওনেল মেসি (বার্সেলোনা), সার্জিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান), অ্যানহেল কোরেয়া (অ্যাটলেটিকো মাদ্রিদ), মাতিয়াস সুয়ারেজ (রিভার প্লেট), মাউরো ইকার্দি (ইন্টার মিলান)

আর পড়তে পারেন