শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাইউস্টে মহান বিজয় দিবস উদযাপন

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১৭, ২০১৯
news-image

প্রেস বিজ্ঞপ্তিঃ

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), অডিটোরিয়ামে সোমবার সকাল ১০টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ নারী মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।

উপাচার্য প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল কে এম সালজার হোসেন, এনডসি, পিএসসি(অবঃ) বক্তব্যে বলেন, জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করতে হবে।বাংলাদেশ টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্যমাত্রার সবগুলো সুচকে উন্নয়নের মাধ্যমে অনন্য উচ্চতায় এগিয়ে যাবে। এ সময় আরও উপস্থিত ছিলেন,রেজিস্ট্রার কর্নেল সুমন কুমার বড়ুয়া, পিএসসি (অবঃ), বিশ্ববিদ্যালয়ের ডীন ও বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে শহীদদের আত্মার শান্তি কামনায় মোনাজাত এবং সাংস্কৃতিকপরিবেশনা অনুষ্ঠিত হয়।

আর পড়তে পারেন