বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলা সঙ্গীতের যুবরাজ আসিফ আকবরের আজ জন্মদিন

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৫, ২০১৯
news-image

 

সাকিব আল হেলাল।।

বাংলা সঙ্গীতের যুবরাজ আসিফ আকবরের আজ জন্মদিন। দৈনিক আজকের কুমিল্লার পক্ষ থেকে কুমিল্লার কৃর্তি সন্তান জনপ্রিয় এই কন্ঠশিল্পীকে অনেক অনেক শুভেচ্ছা।

১৯৭২ সালের ২৫ মার্চ জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতার নাম আলী আকবর। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে তিনি ষষ্ঠ। তাঁর স্ত্রীর নাম সালমা আসিফ মিতু। এ দম্পতির দুই সন্তান। তারা হলেন রণ এবং রুদ্র। ২০০১ সালে প্রকাশিত প্রথম সঙ্গীত এ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’ এর মাধ্যমে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেন আসিফ। চলচ্চিত্রে তার গাওয়া প্রথম গান ‘আমারই ভাগ্যে তোমারই নাম’ (চলচ্চিত্র: রাজা নাম্বার ওয়ান, মুক্তি প্রাপ্ত: ১৯৯৭ সাল)। প্রথম অ্যালবাম প্রকাশের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি আসফিকে। একে একে ইপহার দিয়েছেন ত্রিশটিরও মত একক অ্যালবাম। তার মিশ্র অ্যালবার রয়েছে অর্ধশতাধিক। ২০০১ থেকে ২০০৬ পর পর ৬ বছর অ্যালবাম বিক্রির দিক থেকে শীর্ষে ছিলেন আসিফ। তার প্রথম এলবাম ৫.৫ মিলিয়ন কপি বিক্রি হয়েছিল। যা অডিও ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। এদিকে ২৮মার্চ আসছে আসিফ আকবরের নতুন গান ভিডিও ‌‘লাশ’। গানটিকে মরহুম শাহনাজ রহমতুল্লাহ আপার প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে উল্যেখ করেছেন আসিফ। গানটির ভিডিও পরিচালনা করেছেন সৈকত নাসির। আসিফ জানান, রিয়েলিটি শো মার্কস অলরাউন্ডার এর প্রতিযোগী তরুন সুরকার গীতিকার প্রিন্স এর কথা সুর এবং আরেক জিনিয়াস মীর মাসুমের কম্পোজিশনে লাশ গানটি আসছে ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে। ফুঁ এর নায়িকা সিনি স্নিগ্ধা আর ড্যাশিং ফারহান খান রিও’র সঙ্গে অভিনয়ে আছি আমিও। আমার অত্যন্ত প্রিয় একটি গান, আশা করি সবার ভাল লাগবে।

আর পড়তে পারেন