বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান দল

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৯, ২০১৯
news-image

স্পোর্টস ডেস্ক :

এ বছরের এপ্রিল মাসে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দল। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে দুটি তিন দিনের ম্যাচ এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে পাকিস্তান।

বয়সভিত্তিক ক্রিকেটের এই সিরিজগুলো তরুণ ক্রিকেটারদের পরবর্তী পর্যায়ে মানিয়ে নিতে সাহায্য করবে বলে বিশ্বাস পিসিবি পরিচালক জাকির খানের। তাই পাকিস্তান ক্রিকেটের অনেক বড় অংশ জুড়ে রাখা হয়েছে বয়সভিত্তিক ক্রিকেটের এমন সফর।
পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলের বাংলাদেশ সফর সম্পর্কে পিসিবির পরিচালক জাকির খান সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘বয়সভিত্তিক ক্রিকেট সিনিয়র ক্রিকেটে পৌঁছানোর পথ এবং পিসিবির ক্রিকেট পরিকল্পনার বড় অংশ জুড়ে রয়েছে এমন সিরিজ।’

২৫ এপ্রিল বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবে পাকিস্তান স্কোয়াড। ২৯ এপ্রিল ফতুল্লায় তিন দিনের ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের সিরিজ। দ্বিতীয় তিন দিনের ম্যাচটি শুরু হবে মে মাসের ৫ তারিখ খুলনায়।

এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে ১০ মে, খুলনায়। দ্বিতীয় ম্যাচটি ১২ ম্যাচ এবং ১৫ মে খুলনায় ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ দিয়ে শেষ হবে সিরিজটি।

বাংলাদেশের বিপক্ষে আসন্ন এই সিরিজের জন্য ২৬ জনের সম্ভাব্য স্কোয়াডও ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

পাকিস্তান অনূর্ধ্ব-১৬ স্কোয়াড : আব্দুর রেহমান, আহমেদ খান, আফজাল মানজুর, আলি হাসান, আলি আসফান্দ, আলিয়ান মেহমুদ, আমির হাসান, আরহাম নওয়াব, আসির মুঘল, আইয়াজ শাহ, ফয়সাল আকরাম, ফরহাদ খান, ইবরার আফজাল, হাসিবুল্লাহ, কাসিফ আলি, খালিদ খান, মোহাম্মদ হাসনাইন সাবির, মোহাম্মদ লতিফ, মোহাম্মদ শেহজাদ, মোহাম্মদ ওয়াকাস, মুনিব ওয়াসিফ, মাসুদ আহমেদ, রিজওয়ান মাহমুদ, সামির সাকিব, উমের ইমান, জুবাইর শিনওয়ারি।

আর পড়তে পারেন