শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বর্ষা শেষে- শরীফ সাথী

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৩, ২০১৮
news-image

বর্ষা শেষে গাঁয়ের পাশের নদীর বুকের অগাধ জল,
সচারাচর জলের বুকে বাস করাদের অবাধ বল ৷
সাজ সাজ রব বয়ে যেন জলোৎসব হয় জেলেদের,
লাফালাফি ঝাপাঝাপি পাড়ার দুষ্টু সব ছেলেদের ৷
হৈ হৈ দল  থৈ থৈ জল দৃশ্য জলে খুব চলে,
মাঝির নৌকা সাঁতার কাটা পানকৌড়িদের ডুব চলে ৷
নদীর জলে নানান মাছের নাচা গাওয়া মন কাড়ে,
তীরে বৃক্ষের হরেক পাখির আসা যাওয়া ক্ষন কাড়ে ৷
স্রোতের ঢেউয়ে দুলে চলে শালুক শাপলা ফুল গুলো,
ছলাৎ ছলাৎ জলের তোড়ে কাঁপে নদীর কূল গুলো ৷
নদীর জল আর একূল ওকূল নতুন দৃশ্য খোঁজখোঁজি,
এরূপ দৃশ্য দেখে দু’চোখ চিত্র আঁকে রোজরোজি ৷

আর পড়তে পারেন