বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বর্ষার কষ্ট -মোহাম্মদ ইমাদ উদ্দীন

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১০, ২০১৮
news-image
বৃষ্টির পানিতে রাস্তাঘাট থৈ থৈ,
বাইরে বের হওয়া কত কষ্ট?
প্রয়োজনের তাগিদে বাইরে যেতে হয় তবুও।
রিক্সা-সিএনজি চালকের কাছে,
যাত্রীদের গুনতে হয় অতিরিক্ত ভাড়া।
দিনমজুররা হয় ঘরে আবদ্ধ,
দুঃখের সীমা থাকে না তাদের।
গরীবের ভাঙা চালা দিয়ে,
পানি পড়ে ভেসে যায় ঘর।
বর্ষার দিনে কাঁচা তরকারির দাম বেড়ে,
মধ্যবিত্ত ও বস্তিবাসীদের বেড়ে যায় কষ্ট।

আর পড়তে পারেন