বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়া ও লাকসামে প্রতিবন্ধীদেরকে হুইল চেয়ার বিতরণের মধ্য দিয়ে যাত্রা শুরু স্মাইল ফাউন্ডেশনের

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৪, ২০২০
news-image

 

এমডি. আজিজুর রহমান, বরুড়াঃ

কুমিল্লার বরুড়া ও লাকসাম উপজেলায় ৩৫ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণের মধ্য দিয়ে প্রাথমিক যাত্রা শুরু করলো “স্মাইল ফাউন্ডেশন”।

মঙ্গলবার (৪ অগাস্ট) বেলা ১১ টার দিকে মুদাফরগঞ্জ আঃ নঃ হাই স্কুল এন্ড কলেজ মাঠে ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুদাফরগঞ্জ (উঃ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম শাহিন, লক্ষীপুর ইউনিয়নের চেয়ারম্যান নূরুল ইসলাম, পয়ালগাছা ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মাহিন উদ্দীন মাহিন, ভাউকসার ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মাসরুল হক ও মোঃ মাসুদ।

ফাউন্ডেশনের সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন মতিউর রহমান রুবেল, মাসুদুর রহমান, মোতালেব হোসেনসহ স্মাইল ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তরুন সমাজ সেবক এম, এ, এস, হিরন পাটোয়ারী।

আলোচনা শেষে দুই উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিবন্ধীদের মাঝে ৩৫টি হুইল চেয়ার ও ২৮ জনকে নগদ অর্থ প্রদান করা হয়।

আর পড়তে পারেন