শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় ১০ টাকা কেজির চাল অবৈধভাবে বিক্রির অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৯, ২০১৮
news-image

এমডি আজিজুর রহমান, বরুড়া:
কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের ঝলম বাজারের ডিলার ওমর ফারুকের বিরুদ্ধে ১০ টাকা কেজি‘র চাল অবৈধভাবে বিক্রির অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৬ নভেম্বর) বরুড়া উপজেলা খাদ্য গোদাম থেকে প্রায় ১২ টন চাউল গ্রহন করে ডিলার ফারুক। অভিযোগ রয়েছে গোদামে রেখেই সে ৭ টন চাউল অবৈধভাবে অন্যত্রে বিক্রি করে দেয়। বাকি ৫ টন চাউল ঝলম বাজারে সে সন্ধায় তার গোডাউনে নিয়ে যায়।

বুধবার (৭ নভেম্বর) অসহায়দের মাঝে ভিজিডির চাউল বিতরণ করার কথা। সরেজমিনে গিয়ে ডিলার ফারুকের বিতরন কেন্দ্রে গিয়ে তার গোডাউন বন্ধ পাওয়া যায়। চাউল বিক্রি‘র বিষয়ে জানতে ফারুকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে ঝলম ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, কোন চাউল বিক্রি করা হয়নি। তাছাড়া গতকাল চাউল বিরতণ করেছে বলে তিনি জানান।

এ বিষয়ে খাদ্য গোদামের ওসি এলএজডি বলেন, সন্ধায় চাউল সে নিয়েছে। বিতরণ করলো কখন। তবে আমাদের কাছে চাউল বিক্রির বিষয়টি সঠিক নয়। সে চাউল অন্য কোথাও বিক্রি করেছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখবেন বলে জানান।

আর পড়তে পারেন