শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় মা সমাবেশ অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৬, ২০১৮
news-image

স্টাফ রির্পোটার:
‘তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দেবো” নেপোলিয়ন বোনপার্ট এর এ উক্তিকে সামনে রেখে কুমিল্লার বরুড়া উপজেলার আগানগর ইউনিয়নের মুরাবাজাল সার্জেন্ট নুরুল ইসলাম শিশু একাডেমী’র উদ্যোগে ও বরুড়া ফেয়ার হসপিটালের সৌজন্যে বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে হাজী ক্বারী আবদুল কুদ্দুসের সভাপতিত্বে ও দৈনিক আজকের কুমিল্লার স্টাফ রির্পোটার এমডি আজিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া থানা সাব ইন্সপেক্টর মো: মনির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া ফেয়ার হসপিটালের ব্যাবস্থাপনা পরিচালক মো. সালেহ উদ্দিন ভূইয়া, ফেয়ার হসপিটালের প্রচার ও উন্নয়ন পরিচালক সাংবাদিক বিএম মহসিন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহমুজুল ইসলাম পাটোয়ারী। অন্যান্যদের মাঝে কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক (মা) বৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ বৃন্দগণ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা মায়েদের উদ্দেশ্যে বলেন, আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। নৈতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। আরো গুরুত্ব দিতে হবে খেলাধূলা ও শারিরীক শিক্ষার প্রতি। আপনার সন্তান স্কুল ছুটির পর সে নির্দিষ্ট সময়ে বাড়ি ফিরেছে কি না সে বিষয়েও খেয়াল রাখতে হবে। মেয়েদের ১৮ বছরের আগে বিয়ে নয়। শ্রেনী কক্ষে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানের সময় শিক্ষিকাদের মায়ের মতো ভূমিকা রাখতে হবে বলে বক্তারা এ মন্তব্য করেন।

আর পড়তে পারেন