শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় বিয়ের পর অপহরণ মামলায় বর জেলে ;মুক্তির দাবিতে মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১২, ২০২০
news-image

 

সাকিব আল হেলাল।।
কুমিল্লার বরুড়ায় বিয়ের পর অপহরণ মামলায় বর জেলহাজতে ।

বরের মুক্তির দাবীতে রবিবার(১২ জুলাই) বেলা সাড়ে ১১টায় পৌর সদর বাজারের জিরো পয়েন্টে এলাকাবাসী মানববন্ধন করে।

জানা গেছে, উপজেলার পৌর এলাকার নয়নতলা গ্রামের হাফিজ আহম্মদের ছেলে জুয়েল হোসেন ও শিলমুড়ী (উঃ) ইউনিয়নের গামারুয়া গ্রামের আবু তাহেরের মেয়ে খাদিজা আক্তার গত ২৬শে মার্চ  কুমিল্লা সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ডের কাজী মজিবুর রহমানের নিকট গিয়ে পরিবারের অজান্তে বিবাহ সম্পন্ন করে। বিবাহের পর তারা স্বামী স্ত্রী হিসেবে বিভিন্ন জায়গায় সংসার করেন।

গত ২২শে মার্চ খাদিজা আক্তারের ভাই সৌরভ হোসেন বরুড়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করলে পুলিশ গত ৪/৫ দিন পূর্বে জুয়েল হোসেনকে আটক করে জেলহাজতে প্রেরণ করেন। রবিবার বেলা সাড়ে ১১টায় জুয়েল হোসেনের মুক্তির দাবীতে এলাকাবাসী পৌর সদর বাজারের জিরো পয়েন্টে মানববন্ধন করেন।

এ বিষয়ে মামলা তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ পরিদর্শক মিজানুর রহমান জানান, মেয়েটিকে জোরপূর্বক তুলে নিয়ে জুয়েল মেয়ের সাথে রাত্রিযাপন করে। নাবালক বিধায় মেয়ের পরিবার অপহরণ মামলা দায়ের করে। মেয়ের জবানবন্দি নেওয়া হয়েছে। ফরেন্সিক বিভাগে মেয়ের মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জুয়েলের ভাই মোঃ সুমন হোসেন জানান, খাদিজা আক্তার ও জুয়েল হোসেনের বিবাহ হয়েছে। তারা বিয়ের পর আমাদের বাড়ীতে কয়েকদিন ছিল। জুয়েল হোসেনের আত্মীয় স্বজন ও এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, তাদের সম্পর্ক দীর্ঘদিনের ছিল। পরবর্তীতে তারা উভয়ে স্বেচ্ছায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। মেয়ের ভাই সৌরভ হোসেন তাদের বিবাহের সম্পর্ক মেনে নিতে না পেরে মিথ্যা অপহরণ মামলা দিয়ে জুয়েল হোসেনকে জেলহাজতে প্রেরণ করেছে। আমরা জুয়েল হোসেনের মুক্তির দাবী জানাচ্ছি”।

আর পড়তে পারেন