শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৯, ২০১৯
news-image

 

সাকিব আল হেলাল।।
কুমিল্লার বরুড়ায় প্রধানমন্ত্রীর অবদান, টিআর/ কাবিটা কর্মসূচির আওতায় দুর্যোগ সহনীয় গৃহ নির্মাণ প্রকল্পের উদ্বোধন করলেন কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০১৮-২০১৯ অর্থবছরের উক্ত প্রকল্পটি সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বরুড়া উপজেলার গালিমপুর ইউনিয়নের গালিমপুর গ্রামের মৃতঃ আশ্বাব আলীর ছেলে রিক্সা চালক মোঃ মোস্তফার দুর্যোগ সহনীয় গৃহের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মনিরুল হক, বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, বরুড়া উপজেলা ভূমি কর্মকর্তা নাহিদ সুলতানা, শিলমুড়ি উত্তর ইউপি চেয়ারম্যান হাজী ফারুক ভূইয়া এবং গালিমপুর ইউপি চেয়ারম্যান রবিউল আলমসহ অন্যান্যরা।

প্রকল্পের আওতায় বরুড়া উপজেলার হতদরিদ্রদের মাঝে ৭টি বাসগৃহ প্রদান করা হয়েছে।

এর আগে গালিমপুর ইউনিয়নে পৌঁছালে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করেন গালিমপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল আলম।

আর পড়তে পারেন