শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় জগন্নাথ মন্দিরে চুরি হওয়া মালামাল উদ্ধার, আটক ৩

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১২, ২০১৮
news-image

এমডি আজিজুর রহমান, বরুড়া:
কুমিল্লার বরুড়া থানা পুলিশ গত ১ ফেব্রুয়ারী বরুড়া জগন্নাথ বাড়ির মন্দিরের চুরি হওয়া ৩ লক্ষ ৫০ হাজার টাকার মালামাল উদ্ধার করছে রবিবার রাতে। ঘটনার সাথে জড়িত ৩ জনকে পুলিশ আটক করে জেল হাজতে প্রেরণ করে।

জানা যায়, গত ১ ফেব্রুয়ারী হিন্দু ধর্মালম্বিদের একটি অনুষ্ঠান ছিলো। রাতে সিসি ক্যামেরার লাইন কেটে বরুড়া উপজেলা শাকপুর গ্রামের সরাফত আলীর ছেলে মেহেদী হাসান (১৯) একই উপজেলার বনকরা গ্রামের শাহ আলমের ছেলে পারভেজ হোসেন রুবেল (১৯) ও আলী আশ্রাফের ছেলে সাফায়েত (২১) মেসি কনসোল ২৪ চ্যানেল সাইন্ড কন্ট্রোল একটি, লেজার লাইট ৩টি, স্মোক মেশিন একটি, মাইকের মেশিন ব্যাটারী সহ আনুমানিক ৩ লক্ষ ৫০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

১১ ফেব্রুয়ারী রাতে ওসি আজম উদ্দিন মাহমুদের নির্দেশে ওসি (তদন্ত) ইকবাল বাহার মজুমদার, এস আই চন্দন কান্তি দাসসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মেহেদীকে আটক করে। তার স্বীকারুক্তি অনুযায়ী সকল মালামাল উদ্ধারসহ বাকি দুইজনকে গ্রেফতার করে।

ওসি আজম উদ্দিন মাহমুদ বলেন, কাজের সফলতায় ভালো লাগছে। মালামালসহ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করায় মন্দিরের কর্তৃপক্ষ আমাদেরকে অভিনন্দন জানিয়েছে।

আর পড়তে পারেন