শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় কোচিংয়ের টাকা দিতে না পারায় ছাত্রকে নির্যাতন করলো শিক্ষক

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১০, ২০১৮
news-image

 

এমডি আজিজুর রহমান, বরুড়া ঃ

কুমিল্লার বরুড়া উপজেলার বাতাইছড়ি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর কোচিংয়ের টাকা দিতে না পারায় মোঃ আলামিন নামের এক ছাত্রকে মারধর করেছে ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হোসাইন বাবুল। ওই শিক্ষকের বিচারের দাবিতে এলাকাবাসী বিদ্যালয়ের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন করে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, আলামিনের কাছে সহকরী প্রধান শিক্ষক হোসাইন বাবুল কোচিংয়ের টাকা নিতে আসে। এ সময় আলামিন টাকা দিতে না পারায় ওই শিক্ষক আলামিনকে কিল, ঘুষি, থাপ্পর ও নানাভাবে শারিরীক নির্যাতন করে।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: উল্লাহ দুলাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কোচিংয়ের টাকা দিতে একটু সমস্যা হতেই পারে। তাই বলে একজন শিক্ষক হয়ে এমন অমানবিক আচরণ করতে পারেন না। অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম জাহাঙ্গীর আলম বলেন, এ ব্যাপারে আমি অবগত আছি। তবে বিদ্যালয় কমিটি এ বিষয়টি সুরাহা করবেন বলে প্রধান শিক্ষক আমাকে জানিয়েছে। তারপরও বিষয়টি আমি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করবো।

আর পড়তে পারেন